Lakhir Bhandar New Update Today: তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে শুরু হল নতুন নিয়ম। কি সেই নতুন নিয়ম? আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই প্রবন্ধটি শেষ পর্যন্ত পড়ুন।
আমরা প্রত্যেকেই জানি ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার এই লক্ষীভান্ডার প্রকল্প চালু করেছিল। সেই তখন থেকে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে বাংলার মা-বোনেরাও প্রতি মাসে আর্থিক সুবিধা পান।
বর্তমান দিনে অন্যান্য প্রকল্প গুলির থেকে এই লক্ষী ভান্ডার প্রকল্প একটি নামকরা প্রকল্প হয়েছে। এ প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাওয়ার কারণে বাংলার মা-বোনেরা প্রতি মাসে সাংসারিক খরচ ও অন্যান্য খরচ বহন করতে পারে।
লক্ষী ভান্ডারের ফরম বিনামূল্যে ডাউনলোড করার জন্য এই লিংকটিতে ক্লিক করুন Lakshmi Bhandar Form Pdf Download
লক্ষ্মীর ভান্ডার: lakhi vandar
বর্তমান দিনে লক্ষী ভান্ডার প্রকল্পে(lakhi vandar) ২ কোটি ১৬ লক্ষ মহিলা আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এবং শোনা যাচ্ছে জানুয়ারি মাস থেকে পাঁচ লক্ষ মহিলা আরও যুক্ত হবেন এই প্রকল্পের সাথে।
প্রতিমাসে এক তারিখ থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেকটি মা-বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার থেকে টাকা চলে আসে। কিন্তু অনেক মা বোনেরা আছেন তারা হয়তো গত মাসে হয়তো বিগত দু মাস ধরে লক্ষী ভান্ডার থেকে টাকা পাচ্ছে না।
সেজন্য অনেক মা-বোনেরা চিন্তিত আছেন এবং তারা সাংসারিক খরচ চালাতে পারছে না। তো আপনিও যদি সেই তালিকায় থাকেন তাহলে নিচে দিয়া লেখাটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
Lakhir Bhandar New Update Today
Lakhir Bhandar New Update Today: নবান্ন তরফ থেকে জানা গিয়েছে আমাদের লক্ষী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাস থেকে শুরু হতে যাবে নতুন নিয়ম। এই নতুন নিয়মগুলি মানলেই আপনি লক্ষী ভান্ডার(lakhi vandar) থেকে টাকা পাবেন নইলে পাবেন না।

- প্রথম নিয়ম আপনার যদি জয়েন্ট একাউন্ট থেকে থাকে তাহলে আপনি লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাবেন না আপনার অ্যাকাউন্টটি সিঙ্গেল হতে হবে অর্থাৎ নিজের নামে।
- দ্বিতীয় নিয়ম আপনার ব্যাংক একাউন্ট কি আধার কার্ডের সাথে সংযুক্ত অর্থাৎ লিংক করা থাকতে হবে নইলে আপনি টাকা পাবেন না।
- তৃতীয় নিয়ম আপনি যদি সরকারি চাকরিজীবী হোন বা অন্য দিক থেকে সরকারের তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা পান তাহলে লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাবেন না।
- তফশিল জাতি ও উপজাতিদের জন্য বৈধ সার্টিফিকেট থাকতে হবে ও সেটিকে জমা দিতে হবে।
- আপনার নাম ঠিকানায় যদি কোন ভুল থাকে ও আপনার নাম ঠিকানা যদি ফেক হয় তাহলে আপনি আর্থিক সুবিধা পাবেন না।
- আপনার বয়স যদি ষাট বছর পেরিয়ে যায় তাহলে আপনি আর লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাবেন না।
Lakhir Bhandar New Update January 2025
লক্ষী ভান্ডারের তরফ থেকে নতুন একটি খবর শোনা যাচ্ছে, সামনের বিধানসভা ভোটের আগে লক্ষী ভান্ডার এর টাকা বাড়ানো হবে এবং সেই টাকা বেড়ে ২০০০ ও ২৪০০ টাকা করে দেয়া হবে।
এবং গত মাসে বা বিগত দুমাস ধরে যারা টাকা পাননি তাদের টাকা জানুয়ারি মাসে একেবারে দিয়ে দেয়া হবে অর্থাৎ চিন্তা করার কোনো কারণ নেই।
রাজ্যে BJP ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ হবে ৩ হাজার টাকা, – শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে আগে ২ হাজার টাকা করে দেওয়ার কথা বলতাম। এখন বলছি, বিজেপি সরকার হলে ৩ হাজার টাকা করে দেব। লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।
এর আগে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হবে। বিরোধী দলনেতা বলেছেন, একটা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলেও আমি থাকব। এটা কারও ব্যক্তিগত টাকা নয়। সরকার বাধ্য থাকবে টাকা দিতে। সরকার বদল হলে লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা দেওয়া হবে।
সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করা হয়েছে। জেনারেল কাস্টের মহিলাদের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। তফশিলি জাতি এবং জনজাতি শ্রেণির মহিলাদের ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে।
এই পরিস্থিতিতে, বুধবার রানাঘাটের এক সভা থেকে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৩ হাজার টাকা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালের বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে বড় সুবিধা দিয়েছিল।
এই প্রকল্পের কারণে মহিলাদের সমর্থন পেয়েছিল তৃণমূল। এবার লোকসভা ভোটের আগে সেই সমর্থনে ফাটল ধরানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী।
উপসংহার
লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়িত করার একটি যুগান্তকারী উদ্যোগ। এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে মহিলারা মাসিক অর্থিক সহায়তা পেয়ে নিজেরা আরও স্বাধীন এবং আত্মনির্ভরশীল হচ্ছেন।
পরিশেষে, এই প্রকল্পটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং একটি সামাজিক উন্নয়নের প্রতীক। এটি নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করছে এবং রাজ্যের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবর্তন আনছে। সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতেও মহিলাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- লক্ষ্মীর ভান্ডার: নতুন নিয়ম। Lakhir Bhandar New Update Today
- RRB NTPC Admit Card Exam Date 2025: प्रवेश पत्र, परीक्षा तिथि और महत्वपूर्ण जानकारी
- Lakshmi Bhandar Double Payment: লক্ষী ভান্ডার নিয়ে রাজ্য সরকারের চমৎকার ঘোষণা
- Subhadra Yojana Status Check 2025
- PM Aawas Yojana List 2025 (New Update)
- Laxmi Bhandar Status Check 2025- Lakhi Bhandar Payment Status