আজকে এই প্রবন্ধটিতে আলোচনা করব Laxmi Bhandar Online Application কিভাবে করবেন? Kanyashree ও rupashree প্রকল্পের মতোই Laxmi Bhandar Scheme একটি পশ্চিম বঙ্গের অন্যতম বড়ো প্রকল্প।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়ানো। প্রকল্পের আওতায় সাধারণ ক্যাটেগরির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা পেয়ে থাকেন।

২০২১ সালে TMC সরকার এই প্রকল্পের স্থাপনা করেছিল। এই প্রকল্পের কারণেই পশ্চিম বঙ্গের মহিলারা আজ অর্থীক দিক থেকে স্বাধীনতা পাই।
Laxmi Bhandar online apply 2024
প্রকল্পের নাম | Lakshmi Bhandar |
কত সালে চালু হয়েছিল | ২০২১ সালে পশ্চিম বঙ্গ সরকার |
মাসিক সুবিধা | ১০০০ টাকা ও ১২০০ টাকা |
উদ্দেশ্য | মহিলাদের আর্থীক ভাবে সাহায্য করা |
Website | https://socialsecurity.wb.gov.in/login |
Laxmi Bhandar Online Application Process 2024
Laxmi Bhandar Scheme Benefits পাবার জন্য আপনাকে কী ভাবে অনলাইনে আবেদন করতে হবে চলুন জেনে নিই। লক্ষী ভাণ্ডার প্রকল্পে দুই ভাবে আবেদন করা যায়,অফলাইনে ও অনলাইনে।
Online Application Process
বর্তমানে Lakshmi Bhandar থেকে ২ কোটি ১৬ লক্ষ মহিলা আর্থিক সাহায্য পাই। Laxmi Bhandar Online Application করার জন্য আপনাকে Laxmi Bhandar official website টি খুলতে হবে এবং সেখান থেকে আবেদন করা যায়।
তবে বলে রাখী সাধারণ মানুষরা এই প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবে না। শুধু মাত্র সরকারি দফতরের lokhhi vandar কর্মচারীই এই প্রকল্পে আবেদন করতে পারে। সাধারণ মানুষদের জন্য অফলাইন প্রক্রিয়া টি প্রযোজ্য।

অফলাইনে আবেদন করার পর আপনার আবেদন টি অনলাইনে পাঠানো হয় এবং সেখান থেকে অনলাইন আবেদন করা হয় কিন্তু সেটি শুধু সরকারি কর্মচারীরাই করে। হিসাব করে দেখতে হলে Laxmi Bhandar Online Application করার জন্য আগে অফলাইন পরে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়।
Ofline Application Process
- ১. Lokkhi Bhandar Scheme অফলাইনে আবেদন করার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে।
- ২. সেখান থেকে আবেদন করার ফর্মটি নিতে হবে।
- ৩. সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
- ৪. প্রয়োজনীয় ডকুমেন্ট ও তার সাথে জেরক্স কপি নিয়ে যেতে হবে
- ৫. তারপর ক্যাম্পে থাকা অফিসারকে সেই ফ্রমটি ও তার সাথে জেরক্স কপি গুলি জমা করতে হবে।
- ৬. ফর্ম জমা দেবার পর আপনাকে আর কিছু করতে হবে না । ২-৩ মাসের মধ্যে আপনার Lakshmi Bhandar scheme চালু করে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ নথি
- আধার কার্ড
- ব্যাঙ্কের পাসবইয়ের কপি
- ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
আবেদন স্ট্যাটাস চেক

আবেদন জমা দেওয়ার পর, স্ট্যাটাস চেক করতে পারেন। ওয়েবসাইটে গিয়ে রেফারেন্স নম্বর দিয়ে আবেদন স্ট্যাটাস দেখা সম্ভব।
সবার জন্য লক্ষী ভান্ডার প্রকল্প নয়। কারা কারা আবেদন করতে পারবে জেনে নিন।
সবার জন্য lokkhi Bhandar নয়। Laxmi Bhandar Online Application করার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে যেগুলো নিচে দেখে নিন।

১. মহিলার বয়স ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত হতে হবে।
২. পশ্চিম বঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। শুধু মাত্র মেয়েরাই এই প্রকল্পে আবেদন করতে পারবে।
৩. স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে। তার সাথে সমস্ত ডকুমেন্ট থাকতে হবে।
৪. সরকারি চাকুরি জীবী হওয়া চলবে না।
৫. নিজের নামে ব্যাংক পাশবুক থাকতে হবে।
Laxmi Bhandar Status Check 2024
Lakshmi Bhandar New Update 2025
এই বছর অক্টোবর মাসের টাকা, Lakshmi vandar সুবিধা ভোগীদের ব্যাংক একাউন্টে আসতে একটু দেরি হয়ে ছিল। সেজন্য অনেকের মুখে অনেক কিছু শোনা যাচ্ছিল কেউ বলছিলো lokkhi Bhandar বন্ধ হয়ে গেছে আবার কেউ বলছিলো নতুন করে আবেদন করতে হবে।

এই সব কথা শুনে আপনারা চিন্তা করবেন না। মনে রাখবেন পশ্চিমবঙ্গে TMC সরকার যতদিন থাকবে ততদিন Lakshmi Bhandar scheme সবসময় আপনাদের জন্য চালু থাকবে।
টাকা দেরি করে আসাবার কারণ ছিল, অক্টোবর মাসে দুর্গা পূজার জন্য সরকারি দপ্তর বন্ধ ছিল ওই জন্য দেরি করে এসেছিল। আর যারা নতুন আবেদন করেছিল তাদের ডিসেম্বর মাসে Laxmi Bhandar scheme থেকে টাকা আসা শুরু হয়ে যাবে।
নবান্নের এক আধিকারিক সূত্রে খবর পাওয়া গেছে সামনের লোকসভা ভোটের পর থেকে Laxmi Bhandar Scheme টাকা ডবল হয়ে যাবে। মানে যারা ১০০০ করে পেতো তারা ১৫০০ করে পাবে আর যারা ১২০০ করে পেতো তারা ২০০০ পাবে।