Lakshmi Bhandar Double Payment: লক্ষী ভান্ডার নিয়ে রাজ্য সরকারের চমৎকার ঘোষণা

নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে(lakhi vandar) সব থেকে বড় ঘোষণা। লক্ষী ভান্ডার(lakhi vandar) থেকে এবার ডবল পেমেন্ট(Lakshmi Bhandar Double Payment) অর্থাৎ ২০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।

lakshmi bhandar double payment 2025

বর্তমানে ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মী ভান্ডারে(lakhi vandar) যুক্ত হয়েছে। আর এই দিকে ডিসেম্বর মাসে ও জানুয়ারি মাসে টাকা না আসায় অনেক চিন্তিত রয়েছেন বাংলার মা বোনেরা।

তো ডিসেম্বর মাসে ও জানুয়ারি মাসে যারা এখনো লক্ষ্মী ভান্ডারের(lakhi vandar) টাকা পাননি তাদের কবে টাকা দেয়া হবে এবং কারা কারা ডবল টাকা পাবেন আজকে আমরা এই প্রবন্ধটিতে আলোচনা করব।

আপনি যদি না জেনে থাকেন লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় তাহলে এই লিংকটিতে ক্লিক করে আপনি জানতে পারবেন “lakhi vandar status check

Lakshmi Bhandar Double Payment: কবে থেকে দেয়া হবে

Lakshmi Bhandar Double Payment: মাঝে মাঝে এই লক্ষী ভান্ডার(lakhi vandar) নিয়ে রাজ্য সরকার চমৎকার খবর ঘোষণা করেন। শোনা যাচ্ছে এই ডিসেম্বর মাস থেকে আরো পাঁচ লক্ষ মহিলাকে ভাতা প্রদান করবেন রাজ্য সরকার।

আরেকটি খবর শোনা যাচ্ছে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই লক্ষী ভান্ডারের টাকা বেড়ে ২ হাজার টাকা ও ২৪০০ টাকা করে দেবেন রাজ্য সরকার(Lakshmi Bhandar Double Payment)। তবে এ প্রকল্পে কি আদৌ টাকা বাড়ানো হবে? সঠিক সিদ্ধান্ত জানতে এখনো কয়েক মাস অপেক্ষা করতে হবে।

যারা এখনো ডিসেম্বর মাসে ও জানুয়ারি মাসে টাকা পাননি তারা টাকা কবে পাবেন ?

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্য সরকার বিভিন্ন জেলায় টাকা দেয়া শুরু করেছিল। কিন্তু অনেক মা-বোনেদের মুখে শোনা যাচ্ছে, তাদের একাউন্টে টাকা এসে পৌঁছায়নি। তবে বলে রাখি প্রথম ধাপে কিছু জেলার মা বোনদের টাকা দেয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে কিছু জেলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া হবে এবং এই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

lakshmi bhadar double payment
lakshmi bhadar double payment

তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের February ১০ তারিখ বেলা একটার পর থেকে ব্যাংক একাউন্টে টাকা দিয়ে দেয়া হবে। এবার থেকে এত চিন্তা করার কোনো কারণ নেই কারণ লক্ষ্মী ভান্ডারের(lakhi vandar) টাকা এবার থেকে আলাদা আলাদা তারিখে প্রত্যেক জেলায় টাকা পাঠানো হবে।

আগামী February ১৫ তারিখের মধ্যে এই টাকা পাঠানোর প্রসেস শেষ হয়ে যাবে অর্থাৎ ১৫ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের সকল মা বোনেদের একাউন্টে টাকা পাঠিয়ে দেয়া হবে। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আরো পড়ুন

ডিসেম্বর ও জানুয়ারি মাসে টাকা না আসার কারণ

উপরের কারণ ছাড়াও আরো কিছু কারণে মা-বোনেদের ব্যাংক একাউন্টে টাকা নাও আসতে পারে। তো সেই কারণগুলি জেনে নিন।

  • প্রথম কারণ আপনার ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত থাকতে হবে এবং আপডেট থাকতে হবে। আপনার যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে খুব শীঘ্রই ব্যাংক একাউন্টে গিয়ে লিঙ্ক করিয়ে নিন।
  • অনেকেই আছে যাদের আধার কার্ডের সাথে ব্যাংক একাউন্টের নামের কোন মিল নেই। তারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে না। আপনার যদি এই সমস্যা থাকে তাহলে ব্যাংকের সাথে গিয়ে কথা বলতে পারেন।
  • যাদের বয়স ৬০ বছরের অধিক হয়ে গেছে তারা এই প্রকল্প থেকে টাকা পাবে না কারণ লক্ষী ভান্ডার প্রকল্পে ৬০ বছর বয়স পর্যন্ত টাকা দেয়া হয়।
  • উপরের এই তিনটি ভুল না থাকা সত্ত্বেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনি আপনার ব্লক ও আপনার পৌরসভায় গিয়ে আপনি কমপ্লেন জানাতে পারেন। অবশ্যই তারা আপনার সমস্যার সমাধান করে দেবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে যদি টাকা না পান – কী বললেন মুখ্যমন্ত্রী

lakshmi bhandar new update mamata

আমার সরকারি টিম দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় প্রতিকার প্রকল্পে অনেক কাজ করছে। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী সুবিধা না পেয়ে থাকেন, তাহলে পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে যান।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের জমির দলিল প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে। সেখানে যান, লোক থাকবে। তারা সব কিছু দেখে ব্যবস্থা করে দেবে।

অনেকেই দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে সমস্যার মুখে পড়েছেন। কিছু ক্ষেত্রে আবেদন করার পরও গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন।

লক্ষী ভান্ডার নিয়ে সমস্ত কিছু আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের এই ওয়েবসাইটে

Leave a Comment