“Laxmi Bhandar” Scheme is a flagship program launched by the West Bengal Government in February 2021
দারুন সুখবর ! Laxmi Bhandar Status Check করা এখন অনেক সহজ হয়েছে। বাড়িতে বসেই আপনি স্মার্ট ফোন দিয়ে বিনামূল্যে Laxmi Bhandar Status Check করতে পারবেন। তো জেনে নিন স্টাটাস চেক করতে হলে কী কী কাজ করতে হবে নিচে বিস্তারিত দেওয়া আছে।
What is the Laxmi Bhandar Scheme? – লক্ষী ভান্ডার প্রকল্প কি?
পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য 2021 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় Laxmi Bhandar Scheme শুরু করেছিলেন।
এই প্রকল্পের জন্য প্রাপ্তবয়স্ক মহিলারা তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রতি মাসে টাকা পান। প্রকল্পটি মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হয়।
Details About Laxmi Bhandar Scheme 2025
স্কিমের নাম | লক্ষী ভাণ্ডার প্রকল্প |
চালু করা সাল | ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার |
উদ্দেশ্য | মহিলাদের অর্থিক দিক দিয়ে স্বাধীন করা |
টার্গেট | সমাজের অর্থনৈতিক দিক থেকে দুর্বল মহিলা |
ওয়েবসাইট | socialsecurity.wb.gov.in |
মাসিক সুবিধা | সাধারণ শ্রেণী ১০০০₹, ST/SC ১২০০₹ |
স্ট্যাটাস চেক করার পদ্ধতি | মোবাইল নাম্বার এর মাধ্যমে/আধার নম্বর/স্বাস্থ্য সাথী/আবেদন করা id |
Laxmi Bhandar scheme 2025 new update – লক্ষী ভান্ডার প্রকল্প নতুন আপডেট
Laxmi Bhandar scheme দেওয়ার ফলে বাংলার অনেক মা-বোনেরা অনেক দিক থেকে সুবিধা লাভ করে যেমন ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, সাংসারিক খরচ এরকম ছোট ছোট খরচ তারা নিজেরাই চালাতে পারে।
পশ্চিম বঙ্গ সরকার জানান লক্ষী ভান্ডারে এখনো পর্যন্ত ৬০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই Laxmi Bhandar scheme-এর জন্য বাংলার ২ কোটি ১৬ লক্ষ মা বোন সুবিধা পান।
ইতিমধ্যে একটি নতুন সুখবর জেনে রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা-বোনেদের আশ্বাস দিয়েছেন লক্ষী ভান্ডারের টাকা যারা ১০০০ টাকা ও ১২০০ টাকা করে পেতো সেই টাকা খুব তাড়াতাড়ি মধ্যে বাড়তে চলেছে।
অনেক বড় সুখবর! লক্ষী ভান্ডারের টাকা বাড়তে চলেছে অনেক তাড়াতাড়ি, কবে থেকে তা জেনে নিন ?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলার মা বোনদের জন্য এই Laxmi Bhandar Prakalpa সবসময় চালু থাকবে। লক্ষী ভান্ডার প্রকল্পে তপশিল জাতিদের ১২০০ টাকা করে ও জেনারেল জাতিদের ১০০০ করে দেওয়া হয়।
নবান্নের এক আধিকারিক সূত্রে খবর শোনা যাচ্ছে বিধান সভা ভোটের আগে তপশিল জাতিদের ২০০০ টাকা করে ও জেনারেল জাতিদের ১৫০০ করে দেওয়া হবে।
অক্টোবর মাসে যারা এখনো লক্ষী ভান্ডারের টাকা পাননি তারা কবে পাবেন জেনে নিন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে লক্ষী ভান্ডারের টাকা পাননি তাদের জন্য খুবই দুঃখিত। এই মাসে দুর্গা পূজার জন্য সমস্ত অফিসিয়ালি কাজ বন্ধ থাকার কারণে লক্ষী ভান্ডারের টাকা দেয়া হয়নি।

তবে চিন্তার কোন কারণ নেই আগামী কিছুদিনের মধ্যেই আপনাদের এই টাকা দেওয়া হবে। Laxmi Bhandar scheme-এর জন্য যারা নতুন আবেদন করেছিল তারা ডিসেম্বর মাস থেকে টাকা পেতে থাকবেন।
Benefits of the laxmi Bhandar scheme – লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা
Laxmi Bhandar scheme-এর অনেক সুবিধা আছে যেগুলি নিচে একটি একটি করে দেওয়া আছে ।
- এই Laxmi Bhandar scheme-এর জন্য পশ্চিমবঙ্গের দেড় কোটি মহিলারও বেশি নগদ আর্থিক সুবিধা ভোগ করে।
- ST/SC মহিলারা মাসে 1200 টাকা করে সুবিধা পাবে ও জেনারেল জাতির মহিলারা 1000 টাকা করে সুবিধা পাবে।
- পশ্চিমবঙ্গের প্রাপ্তবয়স্ক মহিলারা এই প্রকল্পের জন্য আর্থিকভাবে স্বাধীনতা পাই।
- সমস্ত জাতির মহিলারা এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে ।
- এই প্রকল্পের টাকা মহিলাদের সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
- লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য প্রতিটি পরিবারের প্রায় ১০% থেকে ২০% মাসিক খরচ কভার করে।
লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য যোগ্যতা
Laxmi Bhandar scheme-এর সুবিধা নেওয়ার জন্য কিছু গুরুত্ব পূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে। লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই পশ্চিম বঙ্গ রাজ্যের মহিলা হতে হবে ।
তবে সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবে না যাদের বয়স 25 বছর ও তার উপরে শুধু মাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবে এবং তার সাথে আপনার কাছে swasthya sathi card থাকতে হবে।
এটাও শুনা যাচ্ছে 60 বছরের অধিক মহিলারাও নাকি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তবে এটার কোনো কনফার্মেশন এখনও পাওয়া যায়নি।
লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?
লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হলে আপনার কাছে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি থাকা বাধ্যতামূলক।
১.আধার কার্ড
২.ভোটার কার্ড
৩.ব্যাংক একাউন্ট (নিজের সিঙ্গেল একাউন্ট)
৪.স্বাস্থ্য সাথী কার্ড
৫.রেশন কার্ড
৬.আবেদন ফর্ম (application from)
৭.পাসপোর্ট সাইজ কালার ফটো ২ কপি
৮.আয়ের শংসাপত্র
৯.বসবাসের শংসাপত্র
১০.ST/SC কার্ড (যদি থাকে)
১১.মোবাইল নম্বর
Laxmi Bhandar Scheme Application Process – লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া
Laxmi Bhandar scheme-এর আবেদন প্রক্রিয়া আপনি দুই ভাবে করতে পারবেন একটি অনলাইন আবেদনের মাধ্যমে অন্যটি অফলাইন আবেদনের মাধ্যমে।
অনলাইনে আবেদন করতে হলে আপনাকে ব্লক অফিসে গিয়ে আবেদন করতে হবে। আর অফলাইনের জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আবেদন করতে হবে।
Laxmi Bhandar Online Apply 2025 – লক্ষী ভান্ডার প্রকল্প অনলাইন আবেদন
Laxmi Bhandar Online Apply 2024 শুরু হয়ে গেছে। খুবই সহজ উপায়ে আপনি Laxmi Bhandar Online Apply করতে পারবেন। আপনাকে আর কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না ।

Laxmi Bhandar Online Apply এই লিঙ্ক টি হাত দেওয়া মাত্রই আপনি লক্ষী ভান্ডারের অফিসিয়াল পেজে চলে যাবেন। উপরে Laxmi Bhandar Online Apply এর অফিসিয়াল ওয়েবসাইটের ছবিটি দেখে নিন।
তবে একটি কথা মাথায় রাখবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো সাধারণ মানুষ অনলাইন আবেদন করতে পারবেন না।
এই ওয়েবসাইট থেকে কেবলমাত্র এই পদে কর্মরত অফিসাররাই আবেদন করতে পারবে। আপনাকে অনলাইনে আবেদন করতে হলে এই পদে কর্মরত অফিসারের কাছে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে আবেদন করতে হবে।
Laxmi Bhandar Offline Apply 2025 – লক্ষী ভান্ডার প্রকল্প অফলাইন আবেদন
১. আপনার বাড়ির নিকটবর্তী স্থানে দুয়ারে ক্যাম্প থেকে আবেদন পত্রটি নিন। (আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন)



২. আবেদন পত্রটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
৩. প্রয়োজনীয় ডকুমেন্টের একটি করে জেরক্স কপি দিন।
৪. গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকায় মহকুমা আধিকারিকরা দুয়ারে সরকার ক্যাম্পে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করবেন।
5. জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন পাওয়ার জন্য, ব্লক উন্নয়ন আধিকারিক বা মহকুমা আধিকারিক তাঁর কাছে যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন৷
6. যখন আপনার আবেদন অনুমোদিত এবং যাচাই করা হবে তখন আর্থিক সাহায্য প্রতি মাসে আপনার আধার কার্ডের সাথে যুক্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে৷
Laxmi Bhandar Status Check Online- লক্ষী ভান্ডার অনলাইনে স্টাটাস কিভাবে দেখবেন ?
Laxmi Bhandar Apply 2024 প্রক্রিয়া শেষ হয়ে যাবার পর অনেক মহিলা আছে যারা খুবই চিন্তিত থাকেন যে তার আবেদন প্রক্রিয়া টি সঠিক ভাবে হলো কী না । তারা এই বেপারে কারো কাছে খবর পাই না।
কিন্তু আপনি চাইলেই খুব সহজে Laxmi Bhandar Apply টি অনলাইনে দেখে নিতে পারবেন যে আপনার প্রক্রিয়াটি কতদূর এগোলো।
প্রথমে আপনাকে Laxmi Bhandar-এর অফিসিয়াল ওয়েবসাইট টি খুলতে হবে (লিংক টি নিচে আছে)

তারপর আপনাকে “track application“অপশন টি ক্লিক করতে হবে।
এরপর আপনি যে মোবাইল নম্বর টি আবেদন করার সময় দিয়েছিলেন সেই নম্বর টি বসিয়ে দিতে হবে অথবা আপনি আধার কার্ড নইলে অ্যাপ্লিকেশন আইডি দিতে পারেন।

এরপর ক্যাপচার কোডটি আপনাকে ফাঁকা ঘরটিতে বসিয়ে দিতে হবে
এবার সার্চ অপশনে ক্লিক করলেই আপনার Laxmi Bhandar Status দেখতে পাবেন।
Laxmi Bhandar Payment Status Check Process 2025
অনেক মা বোনেরা আছে যারা লক্ষী ভান্ডারের টাকা ঢুকলো কিনা সেই নিযে অনেক চিন্তা করেন, সেই জন্য তাদের ব্যাংকে গিয়ে চেক করতে হয়। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এখন থেকে আর আপনাদের ব্যাংকে গিয়ে চেক করতে হবে না।

বাড়িতে বসে স্মার্টফোন দিয়ে নিজেরাই চেক করে নিতে পারবেন। আপনি চার রকম ভাবে Laxmi Bhandar payment status check করতে পারবেন। নিচে স্টেপ বাই স্টেপ সেগুলি দেয়া রইল।
Laxmi Bhandar Status Check With Application I’d
Laxmi Bhandar আবেদন করা পত্রের নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রথমত আপনাকে Lakhi Bhandar Prakalpa -এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে।(socialsecurity.wb.gov.in)
এরপরে আপনাকে উপরে দেওয়া Track application Status অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপরে আপনাকে আপনার Application I’d নাম্বারটি লিখতে হবে।
এরপরে আপনাকে ডান দিকে ফাঁকা ঘরটিতে ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে নিতে হবে।
পরবর্তী স্টেপে আপনি Status বটনটিতে ক্লিক করলেই আপনার নাম সহ Payment Status দেখে নিতে পারবেন।
Laxmi Bhandar Status Check Phone number
Laxmi Bhandar আবেদন করার সময় দেওয়া মোবাইল নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রথমত আপনাকে Laxmi Bhandar Scheme -এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে।(লিংক টি উপরে আছে)
এরপরে আপনাকে উপরে দেওয়া Track application Status অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপরে আপনাকে আপনার Mobile Number লিখতে হবে।
এরপরে আপনাকে ডান দিকে ফাঁকা ঘরটিতে ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে নিতে হবে।
পরবর্তী স্টেপে আপনি Status বটনটিতে ক্লিক করলেই আপনার নাম সহ Payment Status দেখে নিতে পারবেন।
Laxmi Bhandar Status Check by Aadhar Number
Laxmi Bhandar আবেদন করার সময় দেওয়া Aadhar Number দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রথমত আপনাকে Laxmi Bhandar Scheme-এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে।(লিংক টি উপরে আছে)
এরপরে আপনাকে উপরে দেওয়া Track application Status অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপরে আপনাকে আপনার Aadhar Number লিখতে হবে।
এরপরে আপনাকে ডান দিকে ফাঁকা ঘরটিতে ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে নিতে হবে।
পরবর্তী স্টেপে আপনি Status বটনটিতে ক্লিক করলেই আপনার নাম সহ Payment Status দেখে নিতে পারবেন।
Laxmi Bhandar Status Check With Swasthya Sathi Number
Laxmi Bhandar আবেদন করার সময় দেওয়া স্বাস্থ্য সাথী কার্ড Number দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রথমত আপনাকে Laxmi Bhandar Scheme -এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে।(লিংক টি উপরে আছে)
এরপরে আপনাকে উপরে দেওয়া Track application Status অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপরে আপনাকে আপনার Swasthya Sathi Card Number লিখতে হবে।
এরপরে আপনাকে ডান দিকে ফাঁকা ঘরটিতে ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে নিতে হবে।
পরবর্তী স্টেপে আপনি Status বটনটিতে ক্লিক করলেই আপনার নাম সহ Payment Status দেখে নিতে পারবেন।
Laxmi Bhandar beneficiary list
Laxmi Bhandar beneficiary I’d Check করতে হলে কোথাও না গিয়ে স্মার্ট ফোন দিয়ে আপনি চেক করতে পারবেন। নিচে দেওয়া পয়েন্ট গুলি ফলো করুন।
প্রথমত আপনাকে Laxmi Bhandar Scheme -এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে।(লিংক টি উপরে আছে)
এরপরে আপনাকে উপরে দেওয়া Track application Status/Aadhar Number/Mobile Number/Swasthya Sathi Number যেকোনো একটি অপশনে ক্লিক করে বসিয়ে নিতে হবে।

এরপরে আপনাকে ডান দিকে ফাঁকা ঘরটিতে ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে নিতে হবে।
পরবর্তী স্টেপে আপনি Status বটনটিতে ক্লিক করলেই আপনার Payment Status সহ beneficiary I’d দেখে নিতে পারবেন।
Laxmi Bhandar Helpline number
পশ্চিমবঙ্গের Laxmi Bhandar Scheme Helpline Number হল 033-22143526। এই নম্বরে ডায়াল করে আপনি Laxmi Bhandar Scheme -এ কর্মরত অফিসারের কাছে সমস্ত তথ্য জানতে পারবেন।
FAQ About Laxmi Bhandar Scheme
Who is eligible for Lakhir Bhandar scheme?
To avail the benefits of Lakshmi Bhandar Scheme, you must be female of this state and between 25 to 60 years of age.
What is Laxmi Bhandar 1000 rupees?
Chief Minister of West Bengal gives financial assistance of Rs 1000 to general women and Rs 1200 to scheduled women from “Laxmi Bhandar” every month.
What is the monthly payment of Lakshmir Bhandar?
Chief Minister of West Bengal gives financial assistance of Rs 1000 to general women and Rs 1200 to scheduled women from “Laxmi Bhandar” every month.
Can I apply online for Laxmi Bhandar?
To apply Lakshmi Bhandar Scheme you need to apply offline. Common people cannot apply online.
At what age can I apply for Lakhi Bhandar?
Your age should be between 25 years and above 60 years.
How to check Laxmi Bhandar account balance?
You can open the official website of Laxmi Bhandar and click on Track Status to see whether the payment has arrived or not.
- লক্ষ্মীর ভান্ডার: নতুন নিয়ম। Lakhir Bhandar New Update Today
- RRB NTPC Admit Card Exam Date 2025: प्रवेश पत्र, परीक्षा तिथि और महत्वपूर्ण जानकारी
- Lakshmi Bhandar Double Payment: লক্ষী ভান্ডার নিয়ে রাজ্য সরকারের চমৎকার ঘোষণা
- Subhadra Yojana Status Check 2025
- PM Aawas Yojana List 2025 (New Update)
- Laxmi Bhandar Status Check 2025- Lakhi Bhandar Payment Status